দেশে এখন
0

৭ নভেম্বর পর্যন্ত মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ ঘোষণা

আগামী ৭ নভেম্বর পর্যন্ত মেট্রোরেলের ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসের নতুন রেজিস্ট্রেশন সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আজ (শুক্রবার, ১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডিএমটিসিএলের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়। এমআরটি পাসের পাশাপাশি নষ্ট থাকা কার্ডগুলো নবায়নও বন্ধ থাকবে বলেও জানা গেছে।

পোস্টে বলা হয়, অনিবার্য পরিস্থিতির কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যু করার সুবিধা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

এর আগে গত ১৫ অক্টোবর সংস্কার শেষে মিরপুর ১০ মেট্রো স্টেশন খুলে দেয়া হয়। যদিও, জুলাই অভ্যুত্থানে ভাংচুরে ক্ষতিগ্রস্ত হওয়ার পর তৎকালীন আওয়ামী লীগ সরকার জানিয়েছিল কমপক্ষে এক বছরের আগে এই স্টেশন চালু করা সম্ভব হবে না। সেদিন সকাল থেকেই যাত্রীরা মেট্রোরেলের মিরপুর ১০ স্টেশন ব্যবহার শুরু করেন।

সড়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ১৫ অক্টোবর সকালে স্টেশনটি পরিদর্শন করেন। সে সময় তিনি সাংবাদিকদের জানান, মিরপুর ১০ মেট্রোরেল স্টেশন পুনরায় চালু করতে ১ কোটি ২৫ লক্ষ টাকা খরচ হয়েছে। আর কাজীপাড়া ও মিরপুর ১০ মিলিয়ে ১৭ কোটি ১৮ লাখ টাকা খরচ হয়েছে মেরামতে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এরপর দীর্ঘ সময়ের জন্য অনিশ্চিত হয়ে যায় মেট্রোরেল চলাচল। সে সময়কার কর্তৃপক্ষ মেট্রোরেল চালু হতে ১ বছরও লেগে যেতে পারে বলে জানিয়েছিল।

তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ১৭ দিনের মাথায় ২৫ আগস্ট মেট্রো চলাচল শুরু হয়। সে সময় মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন বন্ধ ছিল। সংস্কার কার্যক্রম শেষে কাজীপাড়া স্টেশন চালু করা হয়। এরপর মিরপুর-১০ স্টেশনও চালু করা হয়।

এএইচ