গত দু'তিনদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেট্রোরেলের নতুন পাস নিয়ে অনেকে পোস্ট করছেন। এতে অনেকে নতুন এ উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন, আবার অনেকে সমালোচনাও করেছেন।
তবে কেন এই পরিবর্তনের উদ্যোগনেয়া হয়েছে সেটি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য ডিএমটিসিএলের পক্ষ থেকে জানা যায় নি। আজ এ বিষয়ে কথা বলতেই মুঠোফোনে যোগাযোগ করা হয় সংস্থাটির এমডি মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে।
তিনি বলেন, ‘এ পরিবর্তনটি আগের ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশক্রমে হয়েছে, এ নিয়ে বর্তমান সরকারের কোনো নির্দেশনা নেই।’
পাস পরিবর্তনের কারণ উল্লেখ করে ডিএমটিসিএল এমডি বলেন, 'স্থায়ী পাস ও একক যাত্রার পাস আলাদা করতেই ভিন্ন মোড়কে মেট্রোরেলের নতুন পাসগুলো তৈরি করা হয়েছে, এতে একই রকম পাসের বিভ্রান্তি দূর হবে।'
চলতি মাসে মেট্রোরেলের ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসের নতুন রেজিস্ট্রেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণার দুইদিন পর তা পুনরায় চালু করা হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড গত (রোববার, ৩ নভেম্বর) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানান।