দেশে এখন
0

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে রাখে ডাইনা ও অন্যান্য গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট-পাটেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ফাঁকা ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আনে সেনাবাহিনী। এর পর স্বাভাবিক হয় পরিস্থিতি।

দুই এক মাস ধরেই একাধিক গার্মেন্টস থেকে বেশ কিছু দাবিতে বিভিন্ন সময়ে দেশের নানা জায়গায় আন্দোলন করে আসছিল শ্রমিকরা। একই সাথে মিরপুরেও একাধিক দিন দেখা যায় এমনটি। পরে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে পোশাক কর্মীদের কাজে ফেরানো হয়।

এর পর আন্দোলন কিছুদিন বন্ধ থাকলেও আজ (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) সকালে বেতন ভাতা এবং বিভিন্ন দাবি নিয়ে মিরপুর ১৪ এবং কচুক্ষেত এলাকার সড়কটি অবরোধ করে রাখে ডায়না ও অন্যান্য গার্মেন্টসের শ্রমিকরা।

শুরুতে যান চলাচল বন্ধ থাকায় পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেয়ার উদ্যোগ নিলেও ব্যর্থ হয় পুলিশ। পরে সেনাবাহিনী পরিস্থিতি স্বাভাবিক করতে আসলে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ শুরু করে আন্দোলনকারীরা। এক পর্যায়ে শ্রমিকরা উত্তপ্ত হয়ে সেনাবাহিনী এবং পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

তবে এই ধরনের কাজ শ্রমিকরা কেউ করেননি বলে জানানো হয়। তাদের নামে দুর্বৃত্তরা এমন বিশৃঙ্খলা করেছে বলে অভিযোগ তোলেন তারা। সেই সাথে গার্মেন্টস বন্ধ থাক এটা চায় না শ্রমিকরা।

আন্দোলনে পুলিশ সদস্য আহত হওয়ার তথ্য নিশ্চিত করলেও শ্রমিকদের আহত হওয়ার তথ্য নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর স্বাভাবিক হয় চলাচল। সেই সাথে পুড়ে যাওয়া গাড়ি সরিয়ে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

ইএ