কচুক্ষেত-এলাকা
সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার পাঁচজন কারাগারে
মিরপুরের কচুক্ষেত এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ (রোববার, ৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে আগুন
রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে রাখে ডাইনা ও অন্যান্য গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট-পাটেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ফাঁকা ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আনে সেনাবাহিনী। এর পর স্বাভাবিক হয় পরিস্থিতি।