দেশে এখন
0

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে অস্ত্রসহ আটক ৭

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ সাতজনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় দু'টি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি ও দু'টি রামদা উদ্ধার করে সেনাবাহিনী। সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে এ অভিযান শুরু করে সেনাবাহিনী।

রাতে ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর ডেয়ারিং টাইগারস ইউনিট এ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বুনিয়া সোহেলকে ধরতে অভিযান পরিচালনা করা হয়।

তবে তাকে আটক করতে না পারলেও তার ৭ সহযোগীকে আটক করে সেনাবাহিনী। এ সময় ৯টি টিমের অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি, ২টা রামদা উদ্ধার করা হয়।

এর আগে সোমবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়ে, সেনাবাহিনীর অভিযানে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান এবং জেনেভা ক্যাম্প থেকে খুনের আসামিসহ ছিনতাইকারী, চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের ২২ জন সদস্য গ্রেপ্তার করা হয়েছো।

আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর