দেশে এখন
0

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

ছাত্রাবাসে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধে জড়িত থাকায় চট্টগ্রাম মেডিকেল থেকে ৭৫ শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করেছে প্রশাসন। এছাড়া মোট ৮৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে। এর মধ্যে ১৪ জন ইন্টার্ন চিকিৎসকও আছেন। আজ (সোমবার, ২৮ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে কর্তৃপক্ষ।

গতকাল একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হলে আজ সেটি প্রকাশিত হয়। মেডিকেল কর্তৃপক্ষ জানায়, ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ থাকার পরও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এসব ছাত্র সংঘবদ্ধ হয়ে ছাত্রাবাসে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে।

একইসাথে রাজনীতির নাম ভাঙ্গিয়ে আধিপত্য বিস্তার, হলে রুম দখল, ছাত্রাবাসে অবৈধভাবে অনুপ্রবেশ করে। অভিযোগ তদন্তে গত মাসের ১১ তারিখে ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছিলো হাসপাতাল কর্তৃপক্ষ।

সে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়। তদন্তে শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর মধ্যে ৭ জনকে ২ বছরের জন্য, ১৫ জনকে দেড় বছর ও ৩৯ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে আদেশ দেয়া হয়েছে।

ইএ