দেশে এখন
0

বঙ্গভবনের সামনে কঠোর নিরাপত্তা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ইনকিলাব মঞ্চের আন্দোলন, মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে বঙ্গভবনে প্রবেশের চেষ্টার ঘটনা ও পুলিশ সদস্যদের ওপর হামলার পর আজ (বুধবার, ২৩ অক্টোবর) সকাল থেকে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বঙ্গভবনের প্রধান ফটকের সামনে ব্যারিকেড ছাড়াও কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।

তবে বঙ্গভবনের পরিস্থিতি একেবারে শান্ত। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি, নিরাপত্তাবেষ্টনী বাড়ানো হয়েছে। সকাল থেকে বঙ্গভবনের প্রধান ফটকের সামনে সশস্ত্র অবস্থায় মোতায়েন দেখা গেছে বিপুল সংখ্যক এপিবিএন, বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী। প্রস্তুত রাখা হয়েছে এপিসি, জলকামানসহ রায়টকার।

তবে বঙ্গভবনের সামনে আজ সকাল থেকে ছাত্রদের পক্ষ থেকে কাউকে দেখা যায় নি।

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন কি না, সে প্রশ্নে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেওয়া এক বক্তব্য ঘিরে সম্প্রতি ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ইএ