জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন শেষে সার্কিট হাউসে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন তিনি।
সফরকালে তিনি চট্টগ্রামের ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলবেন বলে জানা গেছে। বিশেষ করে চট্টগ্রামের মাঠ স্বল্পতা, এবং নতুন খেলোয়াড় তৈরিতে বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত হবেন এবং দিক নির্দেশনা দেবেন।
পট পরিবর্তনের পর সরকারের সংস্কার কার্যক্রম বিশেষ করে ক্রীড়াঙ্গনে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে কথা বলতে পারেন।
এছাড়া সারাদিন চট্টগ্রাম চেম্বার, বন্দর কাস্টমসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই উপদেষ্টা।