দেশে এখন
0

জাহাজে শ্রমিক হত্যা: অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি

চাঁদপুরে জাহাজে ৭ শ্রমিককে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন লাইটারেজ জাহাজ শ্রমিকরা। কার্যকর পদক্ষেপ না নিলে অনির্দিষ্টকালের জন্য নৌপথে জাহাজের কার্যক্রম বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

আজ (সোমবার, ২৩ ডিসেম্বর) রাত সাতটার দিকে শ্রমিকরা বন্দর নগরীর সদরঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। হত্যাকারীদের গ্রেপ্তার ও নৌপথে যথাযথ নিরাপত্তার দাবিতে কর্মসূচি পালন করেন।

শ্রমিকরা জানান, প্রশাসন যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। চাঁদপুরে ৭ শ্রমিক খুনের ঘটনায় শ্রমিকদের মাঝে বিরাজ করছে আতঙ্ক।

যথাযথ নিরাপত্তা ছাড়া কোনো শ্রমিকই জাহাজ চালাতে চাইছেন না। তাই অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি তাদের। অন্যথায় শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেলে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে।

এএইচ