আজ (শুক্রবার, ১৮ অক্টোবর) রাজধানীর শেরে বাংলা নগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
জামায়াতের আমীর বলেন, ধর্ম নিয়ে রাজনীতি করতে আওয়ামী লীগ ভেদাভেদ তৈরি করেছিল। তাই তারা ক্ষমতায় থাকতে পারেনি। এদেশে যে যেই ধর্মের মানুষ জন্ম গ্রহণ করেছেন। তারা নাগরিক হিসেবে রাষ্ট্রের সব সুবিধা পাবে। ধর্ম নিয়ে ভেদাভেদ করা যবে না। যা আওয়ামী লীগ সরকার তৈরি করেছিল।
শফিকুর রহমান বলেন, ‘কীভাবে একটি দেশের শাসক নিজের গদি টিকিয়ে রাখতে গুলি চালানোর নির্দেশ দেয়! গুলি চালালেই গদি রক্ষা হয় না। তারা মনে করেছে আমরাই সব। যেভাবে ফেরাউন বলেছিল ‘আমিই তোমাদের রব’। তারা ধরাকে সরা জ্ঞান করেছিল।’
তিনি বলেন, ‘তারা শুধু আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেয়নি বরং হেলমেট বাহিনীকেও ব্যবহার করেছিল। আমরা আর একটি সন্তানও হারাতে চাই না। ষড়যন্ত্রের মাধ্যমে দেশের সূর্য সন্তানদের হত্যা করা হয়েছে। ফাঁসিতে ঝুলানো হয়েছে। আমরা এমন হত্যাকাণ্ড আর চাই না। আমাদের আর পেছনে তাকানোর সময় নেই।’
জামায়াত আমীর বলেন, ‘আমরা একটি বৈষম্যহীন সমাজ চাই। যেখানে যার যে যোগ্যতা আছে তাকে তার সেই পূর্ণ মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে। যারা ২৪ এর আন্দোলনে আহত ও পঙ্গু হয়েও এখনো মুখে হাসি রেখেছেন। সেই হাসিই হচ্ছে প্রকৃত বিজয়ের হাসি।’
এছাড়া খুন, ছিনতাই, হত্যা, চাঁদাবাজি, ফ্যাসিবাদী ও সিন্ডিকেটমুক্ত রাষ্ট্র সংস্কারে চলমান ছাত্র জনতার আন্দোলনে শেষ পর্যন্ত পাশে থাকার আশ্বাস দেন তিনি। সেই সাথে দেশের সব মানুষকে জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানান জামায়াত আমীর।