অনেকদিন ধরেই তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। এছাড়া তার ডায়াবেটিসও অনিয়ন্ত্রিত ছিল।
সুজেয় শ্যামের সুর করা গানগুলোর মধ্যে অন্যতম হলো 'রক্ত চাই রক্ত চাই', 'আহা ধন্য আমার জন্মভূমি', 'রক্ত দিয়ে নাম লিখেছি', 'মুক্তির একই পথ সংগ্রাম', 'শোন রে তোরা শোন'।
এছাড়া ১৯৭১ এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন সুজেয় শ্যাম।
সংগীতে অবদানের জন্য তিনি ২০১৮ সালে একুশে পদক এবং এর আগে ২০১৫ সালে শিল্পকলা পদক পান।
সুজেয় শ্যাম ১৯৪৬ সালের ১৪ মার্চ সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা অমরেন্দ্র চন্দ্র শাহ ছিলেন 'ইন্দ্রেশর-টি' নামের একটি চা বাগানের মালিক। তার শৈশব কেটেছে সিলেটের চা বাগানে। ১০ ভাইবোনের মধ্যে সুজেয় ছিলেন ষষ্ঠ।