একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশের প্রয়াণ

শিল্পাঙ্গন
0

একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ মারা গেছেন। আজ (বুধবার , ২৬ মার্চ) বিকেলে সিলেটে নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে তার মেজো ছেলে প্রবীর দাশ জানিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

জানা যায়, বেশ কিছুদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন তিনি। সিলেট নগরীর হাওলাদার পাড়ার নিজ বাসভবনে ছিলেন সুষমা দাস।

লোকসংগীতে অবদানের জন্য ২০১৭ সালে একুশে পদক পাওয়া প্রবীণ এই শিল্পীর মৃত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

সুনামগঞ্জের শাল্লার চাকুয়ায় গ্রামের বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানায় পরিবারের সদস্যরা।

লোকসংগীতশিল্পী সুষমা দাশ বাউল সম্রাট শাহ আবদুল করিম, বাউল দুর্বিন শাহ, বাউল আলী হোসেন সরকার, বাউল কামাল পাশাসহ বাংলাদেশের প্রবীণ শিল্পীদের সঙ্গে গান করেছেন।

একুশে পদক ছাড়াও অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন লোকসংগীতের এই সাধক শিল্পী। তিনি রবীন্দ্রপদক ২০১৯, কলকাতা বাউল ফকির উৎসব সম্মাননা ১৪১৭, যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্মাননা, লালন শাহ ফাউন্ডেশন সম্মাননা, জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা ২০১৫, বাংলাদেশ বেতার গুণীজন সম্মাননা পান।

লোককবি রশিকলাল দাশ ও লোককবি দিব্যময়ী দাশের বড় সন্তান সুষমা দাশ ১৯২৯ সালে সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া গ্রামে জন্ম নেন।

এসএস