স্বাধীন বাংলা বেতারের শিল্পী সুজেয় শ্যামের প্রয়াণ
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম মৃত্যবরণ করেছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করছেন।