দেশে এখন
0

সুদের টাকা এখন কুষ্টিয়ার মিরপুরবাসীদের গলার কাঁটা

নির্যাতন ও হয়রানিমূলক মামলার অভিযোগ

কুষ্টিয়ার মিরপুরবাসীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে সুদের টাকা। নির্ধারিত টাকা পরিশোধের পরও বাড়তি টাকা চেয়ে হুমকি দিচ্ছেন ঋণদাতা ব্যক্তি। স্থানীয় নুরুল ইসলাম নামে একজনের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, টাকা না দেওয়ায় তাদের তুলে নিয়ে নির্যাতন ও হয়রানিমূলক মামলা দেয়া হচ্ছে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত নুরুল।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের কাটদহ এলাকার সাব্বির হোসেন। বছর খানেক আগে, কাপড়ের ব্যবসার জন্য একই এলাকার সিমেন্ট ব্যবসায়ী নুরুল ইসলামের কাছ থেকে সুদে ২ লাখ টাকা ধার নেন।

নির্ধারিত সময়ে সুদসহ ঋণের টাকা পরিশোধ করলেও এখন তার কাছ থেকে দাবি করা হচ্ছে বাড়তি টাকা। হুমকি ও নির্যাতনের ভয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন এক জায়গা থেকে অন্যখানে।

ভুক্তভোগীর দাবি, চলতি বছরের জুনে সবশেষ ৬০ হাজার টাকা পরিশোধ করেন নুরুলের পাওনা টাকা। সব মিলিয়ে ২ লাখ ৪ হাজার টাকা পরিশোধ করা হলেও জিম্মায় থাকা ফাঁকা চেকে ৮ লাখ টাকা লিখে রাখেন নুরুল।

সেই টাকার দাবিতে তার বিরুদ্ধে মিথ্যা মামলাও করা হয়েছে। এমনকি নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে নুরুল হত্যার হুমকি দিয়েছে বলেও দাবি করেন তিনি।

সাব্বির ছাড়াও নুরুল ইসলামের কাছ থেকে ঋণ নিয়ে বিপাকে মিরপুরের শতাধিক পরিবার। মহাজনের ভয়ে কেউ বিক্রি করেছেন ঘরবাড়ি, কেউ আবার হয়েছেন বাড়ি ছাড়া। স্থানীয়রা জানান, নুরুলের বাহিনীর ভয়ে প্রশাসনের কাছে মুখ খুলতে চান না কেউ।

যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নুরুল ইসলাম ওরফে ইকবাল। তার দাবি, সময়মতো পাওনা পরিশোধ না করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এদিকে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি বলে জানায় প্রশাসন। তবে অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ।

এ অবস্থায় নুরুলের করা মিথ্যা মামলা থেকে মুক্তি চান ভুক্তভোগীরা। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানান স্থানীয়রা।

এএইচ