আজ (রোববার, ২৩ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ছুমিয়া খানম আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। রায় শেষে আসামিদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।
এ মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন, মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মিলন, জসিম উদ্দিন, একলাছ, মুরাদ আলী, মাহাবুল হোসেন, মো. রাশেদুল, ওয়াসিম, রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন।
এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় পরশ আলী নামের এক আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। এ মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের বাড়ি একই গ্রামে।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১১ জানুয়ারি বেলা ১২টার দিকে পল্লী চিকিৎসক লুৎফর রহমান সাবু তার নিজ বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া থেকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা জেলার আলামডাঙ্গা যাওয়ার পথে আমবাড়ীয়া ঈদগাহ মাঠে দক্ষিণ গেট সংলগ্ন সড়কে দণ্ডপ্রাপ্ত আসামীরা তাকে গতিরোধ করে এবং দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ভাই হাবিবুর রহমান মিরপুর থানায় অভিযুক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দীর্ঘ শুনানি শেষে আদালতে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জজ আদালতের (পিপি) অ্যাডঃ খন্দকার সিরাজুল ইসলাম বলেন, 'তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ জনকে অভিযুক্ত করে মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন।'
পরে দীর্ঘ শুনানি শেষে আদালতে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।