স্বাস্থ্য
দেশে এখন
0

অগ্নিকাণ্ডের পর স্বাভাবিক হচ্ছে শের-ই-বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগের সেবা

স্বাভাবিক হতে শুরু করেছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সেবা। তবে, আগুনের ঘটনায় এখনও আতঙ্ক বিরাজ করছে রোগীদের মাঝে। ঘটনা অনুসন্ধানে গঠন করা হয়েছে সাত সদস্যের কমিটি।

গতকাল রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের নিচ তলার স্টোর রুমে আগুন লাগে। এ ঘটনায় এই ইউনিটের স্টোর রুমে থাকা সরঞ্জামাদি আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। বন্ধ হয়ে যায় ইউনিটটির চিকিৎসা সেবা।

তবে অগ্নিকাণ্ডের ১৫ ঘণ্টা পরে আবারো স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছে মেডিসিন ইউনিটের সেবা কার্যক্রম। রোগীদের একে একে নিয়ে আসা হয় মেডিসিন ইউনিটের বিভিন্ন ওয়ার্ড এ। দ্রুত সময়ের মধ্যে আবার মেডিসিন ইউনিটে চিকিৎসা সেবা চালু হওয়ায় সন্তোষ জানিয়েছেন রোগীরা।

তবে অগ্নিকাণ্ডের এখনও আতংক বিরাজ করছে রোগী ও স্বজনদের মাঝে। ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে নজরদারি বাড়ানো দাবি তাদের।

রোগীদের একজন বলেন, ‘মেডিসিন বিভাগে সবাইকে যেতে বলেছে তবে আতঙ্ক তো সবার ভিতরেই থাকে।’

আরেকজন বলেন, ‘রোগীদের নিরাপত্তায় যা যা দরকার আশা করছি সরকার এইটার ব্যবস্থা নিবে।’

এদিকে সকাল থেকেই হাসপাতালের কর্মকর্তাদের নিয়ে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন হাসপাতালের সহকারী পরিচালক। তিনি জানান, আগুনের ঘটনার পর বিদ্যুৎ ও গ্যাসের লাইনে কোনো সমস্যা আছে কি না তা পর্যবেক্ষণ করেই ওয়ার্ডে রোগীদের নিয়ে আসা হয়। খুব দ্রুত সময়ের মধ্যে ইউনিটটিতে রোগী ভর্তি শুরু হবে বলেও জানান তিনি।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মনিরুজ্জামান সাহিন বলেন, 'মেডিসিন ওয়ার্ডের পুরাতন ও নতুন রোগীদের এখানে আনা হচ্ছে। পরবর্তীতে যদি এমন দুর্ঘটনা ঘটে তাহলে দ্রুত ব্যবস্থা নেয়া যায় সেদিকে নজর দিচ্ছি।' 

অগ্নিকাণ্ডের ঘটনা অনুসন্ধানে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তার প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা রয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ ।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর