দেশে এখন
0

ঢাকা উত্তর সিটির সব ওয়ার্ডে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার সব ওয়ার্ডে নিরবিচ্ছিন্নভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আজ (বুধবার, ৯ অক্টোবর) থেকে ডিএনসিসির সব ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

এ বিষয়ে ডিএনসিসি জানিয়েছে, কাউন্সিলরদের স্ব স্ব পদ হতে অপসারিত হওয়ার প্রেক্ষিতে ওয়ার্ডভিত্তিক জন্ম ও মৃত্যু নিবন্ধন সরবরাহ করার জন্য আঞ্চলিক অফিসের কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। এর ফলে সুষ্ঠুভাবে ডিএনসিসির সব ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন সরবরাহ সেবা নিশ্চিত হয়েছে।

ডিএনসিসির ১ থেকে ৩৬ নম্বর ওয়ার্ড পর্যন্ত কাউন্সিলরের কার্যালয় থেকে এবং ৩৭ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড পর্যন্ত আঞ্চলিক অফিস থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হতো৷

এর আগে গত ২৬ সেপ্টেম্বর সকল কাউন্সিলরদের স্ব স্ব পদ হতে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য অনলাইনে আবেদনের লিংক: জন্ম নিবন্ধনের জন্য আবেদন (bdris.gov.bd) — সংবাদ বিজ্ঞপ্তি

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর