পরিবেশ ও জলবায়ু
দেশে এখন
0

আরও দুইদিন থাকবে ভারি বর্ষণ

আসিফ হোসেন

দেশে আরও দুই-একদিন ভারি বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

আজ (বৃহস্পতিবার, ৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ১২০ মিলিমিটার ও রাজধানীতে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মো. ওমর ফারুখ বলেন, ‘উপকূলীয় এলাকাসহ দেশের সব সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।’

চলমান ভারি বর্ষণের কারণে পাহাড় ধসের শঙ্কা রয়েছে বলেও উল্লেখ করেন এই আবহাওয়াবিদ।

এএইচ