দেশে এখন
0

জাতিসংঘ সফরে নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতের সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের জাতিসংঘ সফরে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সুযোগ এখন পর্যন্ত নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে।

আজ ( শনিবার, ২১ সেপ্টেম্বর)  প্রধান উপদেষ্টার জা‌তিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বিগত সময়ের মতো শতাধিক বহর যাচ্ছে না। বরং যেখানে যার যতটুকু সংশ্লিষ্টতা তারাই যাবেন। বলেন, ‘বর্তমান সরকার ব্যয় সংকোচ করার নীতি নিয়েছে। তাই এই সফরে ৫৭ জনের বহর যাবে।’

তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা বক্তব্য দিবেন। যেখানে বিগত ছাত্র-জনতার বিপ্লব ও তার সরকার জনমূখী করার প্রত্যয়, আন্তর্জাতিক শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, সম্পদ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, ফিলিস্তিন সংকট তুলে ধরবেন প্রধান উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপালের প্রধানমন্ত্রী, জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠক কনফার্ম হয়েছে। নরেন্দ্র মোদির সাথে সাক্ষাতের সুযোগ নেই এখনো পর্যন্ত।’ 

সাইডলাইনের সাক্ষাৎগুলোতে ছাত্র জনতার আন্দোলনে অন্তর্বর্তীসরকারের দায়িত্ব নেবার প্রেক্ষাপট তুলে ধরা হবে। পাশাপাশি সরকারের সংস্কারের পরিকল্পনাও তুলে ধরা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহলের সহযোগিতা চাওয়া হবে। যারা বিরোধিতা করবে তাদের উপর চাপ প্রয়োগ করা হবে।’

গত ৮ বছরে রোহিঙ্গা প্রত্যাবাসনে সামান্যতম অগ্রগতি হয়নি। আমরা সবাইকে জানাবো অন্য কোন সমাধান যেন কেউ না ভাবে। প্রত্যাবাসনই এর একমাত্র সমাধান বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। 

তিনি বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা হবার সম্ভাবনা আছে। ভারতের সাথে ওয়ার্কিং সম্পর্ক তৈরি হোক সেটা চাই। তবে সমতার ভিত্তিতে। আমাদের কথা যদি ভারতের পছন্দ না হয়। তাতে বিচলিত হবার কিছু নেই। ভারতেরও অনেক কথা তো আমার পছন্দ হয়না। এটা নিয়ে আমরা ভাবছিনা বলেও জানান তিনি।'

ইএ