ওয়াইবিএফের সভাপতি জুবায়ের সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি মুহাম্মদ আব্দুর রউফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি মুহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘ভালো আইনজীবী হতে চাইলে আইনের মূল বই পড়তে হবে। একজন আইনজীবীকে প্রতারণার আশ্রয় কখনোই নেওয়া যাবে না। সবসময় মনে রাখতে হবে মানুষের সেবাই মূল লক্ষ্য। শৃঙ্খলা বোধের অশেষ নমুনা দেখাতে হবে।’
তিনি আরও বলেন, ‘সিনিয়র থেকে শিখতে হবে, পড়াশোনার বিকল্প নেই। ভালো অ্যাডভোকেট হওয়ার পাশাপাশি নৈতিক মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, জীবনে সফলতা পেতে জ্ঞানার্জনের পাশাপাশি নিজেকে সৎ ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। বার কাউন্সিলের এনরোলমেন্টের পরীক্ষার বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। তিনি কর্তৃপক্ষের নিকট বর্তমান সময়ের আলোকে পরীক্ষা পদ্ধতি তে সংস্কার দাবি করেন। এছাড়াও তিনি শিক্ষাক্রমে পরিবর্তন চেয়ে বলেন, আইন পেশায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার জন্য অনার্সের শেষ বছর সরাসরি প্রাকটিকাল সেশন রাখতে হবে। ক্লিনিক্যাল অ্যাডভোকেসির প্রতি তিনি গুরুত্বারোপ করার জোর দাবি জানান।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শিশির মনির বলেন, ‘গবেষণার জগতে একজন আইনজীবীকে অনন্য নজির স্থাপন করতে হবে। শুধু টাকার দিকে না তাকিয়ে মানুষের সুখে দুঃখে নিজেকে উদাহরণ হিসেবে দাঁড় করাতে হবে।’ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি নিজের আইন পেশার বিভিন্ন গল্প উদাহরণ হিসেবে তুলে ধরেন।
আইন পেশাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজে লাগানোর উদাত্ত আহ্বান জানান অ্যাডভোকেট শিশির মনির। সামিটে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে ওয়াইবিএফ সভাপতি জুবায়ের সিদ্দিক বলেন, ‘আজকের আইন বিভাগের শিক্ষার্থীদের হাতেই আমাদের দেশের আগামী দিনের আইন তার নিজস্বতা লাভ করবে এবং এরাই আমাদের আগামী দিনের স্বপ্ন। বিচার বিভাগ তার নিজস্ব গতিতে চলবে।’
সেই সাথে তিনি সকল শিক্ষার্থীদের বিবেকবান আইনজীবী হিসেবে নিজেকে তৈরি করার আহ্বান জানান এবং ওয়াইবিএফের কার্যক্রমের সার্বিক দিক তুলে ধরেন। সবশেষে তিনি ওয়াইবিএফের সাথে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ অ্যাডভোকেট মাসদার হোসাইন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসাইন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির।
আরও উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের এইচআর এডমিন হাবিবুল হাসান সাইমন, ব্যারিস্টার মো. মাহমুদুল হাসান, অ্যাডভোকেট রেজাউল হক রিয়াজ, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম প্রমুখ।
সামিটে নর্থ সাউথ, ব্রাক, ড্যাফোডিল, ইস্ট-ওয়েস্ট, নর্দান, সাউথইস্ট, মানারাত, উত্তরা, আইইউবি, এশিয়া প্যাসিফিক, ওয়ার্ল্ড সহ দেশের ৫০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের পাঁচশো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।