দেশে এখন
0

খাগড়াছড়ির পর রাঙামাটিতেও ১৪৪ ধারা জারি, আহত ৫৮

খাগড়াছড়ির পর এবার রাঙামাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সংঘাত রোধে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ (শুক্রবার, ২০ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, পুরো শহরে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ সকালে দীঘিনালায় হামলার প্রতিবাদে রাঙামাটিতে পাহাড়ি শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করে।

মিছিলটি বনরুপা বাজারে পৌঁছলে পুরো শহরে গুজব ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় বনরুপা বাজারে হামলা চালানো হয়। একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এখন পর্যন্ত ৫৮ জন আহতের তথ্য পাওয়া গেছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে গুজব ছড়ানো হচ্ছে। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে নেমেছে।’

এই সম্পর্কিত অন্যান্য খবর