এর আগে দিনভর জেলায় বিভিন্ন সমাবেশে অংশ নেন ১০ সদস্যের কেন্দ্রীয় সমন্বয়ক দল। বেলা ১১টা থেকে জেলার ছাত্র প্রতিনিধি, আন্দোলনে আহত নিহতদের পরিবার, প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে ধারাবাহিকভাবে সভা করেন তারা।
এসময় হতাহতের পরিবারগুলোর সাথে দেখা করার সময় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। তাদের নানা সহায়তার আশ্বাস দেন সমন্বয়করা। দেশের স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দল ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথেও কথা বলেন তারা।
বিকেলে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে ছাত্র জনতার উদ্দেশ্যে একটি সমাবেশে অংশ নেন সমন্বয়করা।