দেশে এখন
0

তিন দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হবিগঞ্জের সড়ক যোগাযোগ

ভোগান্তিতে কয়েক লাখ মানুষ

হবিগঞ্জ

হবিগঞ্জে ৩ দফা বন্যায় বিভিন্ন সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। পানি নেমে যাওয়ার পর স্পষ্ট সড়কের ক্ষতচিহ্ন। এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩০১ কোটি টাকা। আর এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছেন ৭ উপজেলার কয়েক লাখ মানুষ।

এক বছরে তিন দফা বন্যায় নাজেহাল হবিগঞ্জের নিম্নাঞ্চলের মানুষ। ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের পাশাপাশি হারিয়েছেন আউশ-আমনসহ নানা ধরনের ফসল। সেইসাথে বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন বন্যাদুর্গতরা।

চলতি বছর বন্যায় হবিগঞ্জের সাত উপজেলার শুধু এলজিইডির ১৬৭ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবিগঞ্জ সদর উপজেলা।

এ উপজেলার ২৪টি সড়কের ৫৮ কিলোমিটার অংশে ছোটবড় অসংখ্য গর্ত ও অনেক স্থানে ভেঙে গেছে। এছাড়া বানিয়াচংয়ে ৪০ কিলোমিটার, আজমিরীগঞ্জে ৩১, চুনারুঘাটে ১৪, বাহুবলে ১১, মাধবপুরে ৭ ও লাখাই উপজেলায় ৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যস্ততম সড়কগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। সেই সাথে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। চালকদের অভিযোগ, এসব সড়ক দিয়ে যানবাহন চালাতে গিয়ে ঘন ঘন নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ।

এলজিইডির তথ্যমতে, ২০২২ থেকে ২৪ সাল পর্যন্ত তিনবছরে জেলায় বন্যার কারণে ১৪১টি সড়কের ৩৫৭ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ক্ষতিগ্রস্ত অসংখ্য ব্রিজ-কালভার্ট। যার আর্থিক ক্ষতির পরিমাণ ৩০১ কোটি টাকা।

এছাড়াও খোয়াই নদীর দুটি স্থানে ও আজমিরীগঞ্জ-বদলপুর সড়কের একটি স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় এখনও বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ।

এই সম্পর্কিত অন্যান্য খবর