লাল-সবুজের জার্সিতে বাংলাদেশের হয়ে খেলতে ইংল্যান্ড থেকে আসছেন ফুটবলার হামজা চৌধুরী। সোমবার ১৭ মার্চ লন্ডন থেকে বাংলাদেশ বিমানে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার এই তারকা ফুটবলারের। সাথে থাকবেন তার মা, স্ত্রী ও সন্তান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিশ্চিত করছে টিকিট, নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ-সুবিধা।
হামজা চৌধুরীর আগমন উপলক্ষে তার গ্রামের বাড়িতে চলছে উৎসবের আমেজ। বিকেলে গ্রামবাসীর পক্ষ থেকে দেয়া হবে সংবর্ধনা।
এলাকাবাসীদের একজন বলেন, ‘তিনি দেশে আসবেন এবং দেশের জন্য কিছু করবেন। তার জন্য আমরা এলাকাবাসী গর্বিত।’
আরেকজন বলেন, ‘আমরা সাড়া গ্রামের মানুষ উল্লাস করছে।’
দেশের প্রতি ভালোবাসা থেকেই বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন হামজা চৌধুরী। তার বাবা মনে করেন, বিদেশে থাকা অন্যান্য বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা যদি দেশে ফেরেন, তবে ২০৩০ বিশ্বকাপে বাংলাদেশ প্রতিনিধিত্ব করার সম্ভবনা তৈরি হতে পারে।
একদিন গ্রামের বাড়িতে কাটিয়ে ঢাকায় যাবেন হামজা। এরপর ২০ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে দেশ ছাড়বেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরীর।