শিক্ষা
দেশে এখন
0

ইউএসটিসির উপাচার্য-রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম

চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসিতে নতুন নিয়োগ পাওয়া উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশ ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ (রোববার, ১৫ সেপ্টেম্বর) সকাল থেকে একাডেমিক ভবনের সামনে বিক্ষোভে যোগ দেন কয়েকশ শিক্ষার্থী।

এসময় তারা অভিযোগ করেন আওয়ামী লীগ সরকারের আমলে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিবৃতি দিয়েছিলেন নতুন নিয়োগপ্রাপ্ত ভিসি ড. গৌতম বুদ্ধ দাশ। পাশাপাশি ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে অনেককে হুমকি দিয়েছেন।

এছাড়া ভেটেরনারি বিশ্ববিদ্যালয়ে ভিসি থাকাকালে তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ ছিলো।

আন্দোলনকারীরা বলছে, রেজিস্টারের হাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, ছাত্রসহ সবাই জিম্মি হয়ে পড়েছে।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর