মঙ্গলবার রাতে ওই থানার সামনে বিক্ষোভ করেন তারা। বলেন, ৫ আগস্টের পর মিরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবদান রেখেছেন গিয়াসউদ্দিন মিয়া। সেই সাথে ছাত্র আন্দোলনে হামলাকারীদের গ্রেপ্তার করতেও তিনি ভূমিকা রেখেছেন।
আজ সকাল ১০টার মধ্যে তার বদলির আদেশ স্থগিত করার দাবি জানান শিক্ষার্থীরা। বদলির আদেশ স্থগিত না করলে রাস্তা অবরোধ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে যাবার ঘোষণাও দেন তারা।