রোগীর স্বজনরা জানান, মঙ্গলবার রাতে মাথায় আঘাতপ্রাপ্ত মিতু আক্তারকে হাসপাতালটিতে ভর্তি করানো হয়। এরপর দ্রুতই তার অপারেশন করার জন্য প্রভাবিত করে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বজনদের অভিযোগ, প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা ও যন্ত্রপাতি না থাকা সত্ত্বেও তার অপারেশন করা হয়েছে।
যদিও, হাসপাতাল কর্তৃপক্ষ জানান, রোগীর পরিস্থিতি বুঝেই মিতু আক্তারের অপারেশন করা হয়েছে। এ বিষয়ে সকল শর্ত মেনে রোগীর স্বজনরা অপারেশনের জন্য অনুমতি দিয়েছে বলেও দাবি কর্তৃপক্ষের।