রাজনীতি
দেশে এখন
0

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আহ্বান

অন্তর্বর্তী সরকারকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা এবং জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের ক্ষতিপূরণ ও ভাতা দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় শহীদ মিনারে গণতন্ত্রের সংগ্রামে শহীদদের স্মরণে আয়োজিত সভায় গণ ঐক্য সমুন্নত রাখার দাবিও জানান রাজনৈতিক নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় শহীদ মিনারে ‘গণতন্ত্রের সংগ্রামে বীর শহীদদের স্মরণে’ বিএনপির সভা। বৈরি আবহাওয়া উপেক্ষা করে শোক মিছিল নিয়ে আসতে থাকেন বিএনপি নেতা-কর্মীরা। অংশ নেন জুলাই-আগস্ট আন্দোলনে হতাহতের স্বজনেরা। এমনকি আন্দোলনে আহতরাও বিচার এবং ক্ষতিপূরণের দাবি নিয়ে হাজির হন স্মরণ সভায়।

সভায় বিএনপির নেতা-কর্মীরা ছাড়াও সংহতি জানান দেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিরা। আহ্বান জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে গণ ঐক্য তৈরি হয়েছে তা আরো সুসংহত করার।

গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের শ্রদ্ধা ও অভিবাদন জানিয়ে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সরকারের প্রতি আহ্বান তারা যেন সংস্কার করে এমন একটি জায়গা তৈরি করবে, যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। এখানে সত্যিকার অর্থে অর্থবহ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি।’

আন্দোলনে হতাহতদের রাষ্টীয়ভাবে ভাতা প্রদানের দাবিও জানান রাজনৈতিক নেতৃবৃন্দ।

এএইচ