প্রবাস
0

মালয়েশিয়া প্রবাসীদের বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট বিতরণের কার্যক্রম শেষ আজ

মালয়েশিয়া প্রবাসীদের বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট বিতরণের সাতদিনের কার্যক্রম শেষ হচ্ছে আজ (সোমবার, ২০ জানুয়ারি)। ভোগান্তি নিরসনে ছুটির দিনেও সেবা অব্যাহত রেখেছে হাইকমিশন। নবায়নকৃত পাসপোর্ট হাতে পেয়ে খুশি প্রবাসীরা। এদিকে যারা অনলাইনে তথ্য পাচ্ছেন না, তাদেরকে সরাসরি হাইকমিশনে গিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

গেল অক্টোবরে হুট করেই মেশিন রিডেবল পাসপোর্ট আবেদন প্রক্রিয়া বন্ধ করে দেয় বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। পাসপোর্ট নবায়ন নিয়ে বিপাকে পড়েন প্রায় ২৮ হাজার প্রবাসী। সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানায় প্রবাসীরা।

এমন অবস্থায় এমআরপি নবায়নের প্রতিশ্রুতি দেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এরইমধ্যে আটকে থাকা পাসপোর্টের সিংহভাগ পৌঁছেছে মালয়েশিয়ায় ।

সাপ্তাহিক ছুটির দিনসহ টানা সাতদিন রাত ১০টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ করে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন। দেরিতে হলেও পাসপোর্ট হাতে পেয়ে সন্তোষ জানিয়েছেন প্রবাসীরাও ।

একজন প্রবাসী বলেন, ‘আমাদের এমআরপি পাসপোর্টটা আজকে আমি হতে পেলাম। ছয়মাস পরে। পাসপোর্ট পেয়ে আমার খুব ভালো লাগছে।’

এদিকে এমআরপির আবেদনের সময়সীমা জুন থেকে বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করেছে সরকার। তবে, বিদ্যমান শর্ত বাতিল করে এমআরপি অনুযায়ী ই-পাসপোর্ট দেয়ার অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা।

একজন প্রবাসী বলেন, ‘সময় হাতে থাকার মধ্যই আমি আমার পাসপোর্টটা পেয়ে গেছি। আমি অনুরোধ জানাবো, বাকি যারা প্রবাসী আছেন তাদের অনুরোধ জানাবো। আপনারা সময় থাকতে থাকতে পাসপোর্টটা রিনিউ করতে দিয়ে দেন।’

অনলাইনে যাদের পাসপোর্টের তথ্য পাওয়া যাচ্ছে না তাদেরকে হাইকমিশনে যোগাযোগ করতে বলা হয়েছে। এমআরপি'র জন্য আবেদন করতে না পেরে ক্ষোভও জানিয়েছেন কেউ কেউ।

এসএস