আজ (মঙ্গলবার, ২১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রন্থ আড্ডায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘ন্যূনতম সংস্কার করে নির্বাচন হলে সকল সমস্যা দূর হবে। গণঅভ্যুত্থানের পর ভালো কিছু করার সুযোগ এসেছে। তাই হঠকারিতা করে, অতি বিপ্লবী হয়ে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না।
মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকার জঞ্জালের মধ্যে এসেছে, তাদের সময় দিতে হবে। আমাদের প্রত্যাশা অনেক থাকলেও ধৈর্য্য হারানো যাবেনা।‘