দেশে এখন
0

ঢাকায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, বিকেলে আসবেন লু

যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তিন দিনের সফরে ঢাকায় এসেছে। আজ (শনিবার, ১৪ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারা।

নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের দল আসার কথা থাকলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু আসেননি। তিনি আজ বিকেলে ঢাকায় আসবেন। বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি। দিল্লি সফর শেষে ঢাকায় আসবেন লু।

ব্রেন্ট নেইম্যানকে ফুল দিয়ে বাংলাদেশে শুভেচ্ছা জানান খন্দকার মাসুদুল আলম।

ব্রেন্ট নেইম্যান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা করতে প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে ঢাকায় এসেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি খন্দকার মাসুদুল আলম। সেখান থেকে তারা গুলশানের একটি অভিজাত হোটেলে যান।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দীন আহমেদ ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকা ছাড়ার কথা রয়েছে তাদের।

সফরের অংশ হিসেবে ১৫ সেপ্টেম্বর মার্কিন দূতাবাসে যাবেন। সেখানে থেকে পদ্মা অতিথি ভবনে আসবেন ও সাক্ষাৎ করবেন। এরপর যমুনা অতিথি ভবনে আসবেন। এখানে বৈঠকে শেষে গুলশানের ইএমকে সেন্টারে যাবেন। সেখান থেকে বৈঠক শেষ করে ফিরতি যাত্রার জন্য শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে রওনা করবেন বলে জানা গেছে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর