দেশে এখন
0

দেশ একটি গঠনমূলক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে: নৌপ্রধান

বর্তমানে দেশ একটি গঠনমূলক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আজ (সোমবার, ৯ সেপ্টেম্বর) সকালে ভোলার সার্কিট হাউজে জেলার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, ‘দেশ একটি গঠনমূলক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এ সময় সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে।’ এছাড়াও রাষ্ট্র সংস্কারে সকলকে অরাজকতামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান নৌপ্রধান।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ভোলায় সংক্ষিপ্ত সফরে এসেছেন নৌবাহিনী প্রধান। এছাড়াও জেলার নিরাপত্তায় নিয়োজিত নৌ বাহিনীর সদস্যদের সাথে পৃথক আরো একটি মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে প্রত্যেককে নৈতিকতা ও রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান নৌ প্রধান। সকলের সম্মিলিত প্রয়াসে বিরাজমান পরিস্থিতি মোকাবিলা করে একটি জনবান্ধব ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে নৌবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোলার আইনশৃঙ্খলা অন্যান্য জেলা থেকে অনেক ভালো। এই আইনশৃঙ্খলা ভালো রাখার জন্য যৌথ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য এরইমধ্যে বৈধ অস্ত্র জমা নেওয়া হয়েছে। এখন অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য উদ্ধার অভিযান চলমান রয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ নৌবাহিনী সকল প্রকার অপতৎপরতা প্রতিহত করে দেশে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সদা তৎপর।’

ভোলার সার্বিক পরিস্থিতি এবং অবৈধ অস্ত্রের বিষয়ে নৌবাহিনীর প্রধান বলেন, ‘ভোলা থেকে ৯৭টি অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে। এরমধ্যে ৮৬টি অস্ত্র কেনা হয়েছে। কেনা সকল অস্ত্র জমা পড়েছে। বাহিরে বৈধ কোনো অস্ত্র এখন আর নেই। তবে কারো কাছে যদি অবৈধ অস্ত্র থেকে থাকে, তাহলে আমাদের যৌথবাহিনী সে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নিবে।’

তিনি আরও বলেন, ‘ভারতীয় কোন জেলেকে বাংলাদেশের জলসীমায় এসে মাছ ধরতে দেয়া হবে না। আমাদের মৎস্য সম্পদ তারা নিয়ে যাবে, এটা হবে না। আমাদের নৌবাহিনী এবং কোস্টগার্ড এ বিষয়ে তৎপর রয়েছে। ভারতীয় জেলেরা আর যেন বাংলাদেশের জলসীমায় এসে মাছ ধরতে না পারে, সে বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং কূটনৈতিকভাবে আমরা ভারতীয় সরকারের কাছে প্রতিবাদ জানাব।’

বাংলাদেশের জলসীমায় বর্তমানে ভারতীয় ট্রলারের উপদ্রব অনেকটা কমে গেছে বলেও তিনি দাবি করেন। এর আগে সকাল সাড়ে ৯টায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকা থেকে ভোলায় আসেন অ্যাডমিরাল নাজমুল হাসান। ভোলা পরিদর্শন শেষে বেলা সাড়ে ১২টায় তিনি খুলনার উদ্দেশে ভোলা ত্যাগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, নৌবাহিনীর খুলনা জোনের কমান্ডার রিয়াল অ্যাডমিরাল গোলাম সাদেক, বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী, ভোলা নৌবাহিনীর কমান্ডার আরাফাতুল ইসলাম, জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান ও পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কামাল হোসেন সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

এএইচ