‘যেকোনো নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে’

0

যেকোনো নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটি ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। শুক্রবার (৭ মার্চ) সংযুক্ত আরব আমিরাত বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি করে তিনি বলেন, ‘দেশ ও প্রবাসে থাকা বিএনপির নেতাকর্মীরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে যেকোনো নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে।’

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘যেকোনো নির্বাচন, হোক সংসদ নির্বাচন, গণপরিষদ নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচন, পূর্বশর্ত হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই উন্নত করতেই হবে। যেকোনো কিছুর বিনিময়েও এই আইনশৃ্ঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি না হয় আমরা নির্বাচনের কথা বলেও কোনো লাভ হবে না।’

এ সময় তিনি নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রবাসীদের দ্রুত জাতীয় পরিচয়পত্র সংগ্রহের তাগিদ দেন। জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

ইফতার মাহফিলের অনুষ্ঠানে সিরাজুল ইসলাম নওয়াবের সভাপতিত্বে আজিম উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল আলিম, ইউএই বিএনপি ১নং যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর, ইউএই বিএনপি যুগ্ম আহবায়ক শরাফত আলী, ইউএই বিএনপি সদস্য জাকির হোসেন খতিব, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা তফাজ্জল হোসেন মানিক, মীর কামাল।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট শেখ শহীদুল ইসলাম, সেলিম উদ্দিন খান, নুরুন্নবী ভুয়া, জাহেদুল ইসলাম, দুবাই বিএনপি সভাপতি কাজী মনচুর, আল আইন বিএনপি মফিজুল ইসলাম, আল ধাইদ বিএনপি সভাপতি এম এ কুদ্দুস মজনু, ইউএই যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ রানা, আবুধাবি বিএনপি সহ সভাপতি মোহাম্মদ জাবেদ, শারজায় বিএনপি সাধারণ সম্পাদক ফরিদুল আলমসহ ইউএই বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এএইচ