দেশে এখন
0

প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

ভারতীয় আগ্রাসন বন্ধ ও ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজধানীর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ১২ দলীয় জোট। আজ (মঙ্গলবার, ২৭ আগস্ট) সকাল ১১টার পর প্রেসক্লাবের সামনে শরিক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

এসময় ১২ দলীয় জোট নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী ও ইসলামিক দলগুলোর জোট গঠনের আহ্বান জানিয়েছেন।

বিক্ষোভ সমাবেশে ১২ দলীয় জোটের দলীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় নেতাকর্মীরা ভারতীয় পণ্য বিক্রয় বন্ধ ও বর্জনের ডাক দেন। বিক্ষোভ সমাবেশে ১২ দলের নেতাকর্মীর চলমান বন্যা পরিস্থিতিতে ভারত দায়ী বলে মন্তব্য করেন।

এসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিগত সরকারের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যানের বিচারের দাবি জানান। বিক্ষোভ সমাবেশ শেষে নেতাকর্মীরা প্রতিবাদী মিছিল বের করে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

tech