দীর্ঘ ২৮ বছর অচল থাকার পর ২০১৯ সালে নির্বাচনের মাধ্যমে সচল হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এরপর পেরিয়ে গেছে ৬টি বছর। শিক্ষার্থীরা দাবি থাকলেও, বিগত আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ও সে সময়ের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতায় হয়নি আর কোন নির্বাচন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই জোড়ালো হয় ছাত্র সংসদ নির্বাচনের দাবি। তবে এই নির্বাচনের সময় নিয়ে শিক্ষার্থীদের মধ্য রয়েছে মতবিরোধ।শিক্ষার্থীদের একটি অংশ দ্রুত ছাত্রসংসদ নির্বাচন চাইলেও, ছাত্রদলসহ কয়েকটি সংগঠন বলছে, ডাকসু নির্বাচন আরেকটু সময় দরকার।
এসব আলোচনার মধ্যেই ডাকসু নির্বাচন নিয়ে ফের উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। সিন্ডিকেট সভায় দ্রুত ডাকসু নির্বাচনের ব্যাপার আলোচনা উঠলে এর বিরোধিতা আসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ করে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে।
সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, ‘অতি দ্রুত সময়ের মধ্যে ভাইস-চ্যান্সেলর স্যারকে মেরুদন্ড সোজা রেখে তাকে রোডম্যাপ ঘোষণা করতে হবে। এবং তার সময়সীমা ৭২ ঘণ্টা মাত্র। ৭২ ঘণ্টার মধ্যে যদি রোডম্যাপ ঘোষণা না করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যাব।’
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডাকসু নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। বলেন, যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত আছেন তারা।
দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।