দেশে এখন
0

টানা ২২ ঘণ্টা পর গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন ২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। গতকাল (রোববার, ২৫ আগস্ট) লাগা আগুন নিয়ন্ত্রণে আসে আজ (সোমবার, ২৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে।

ফায়ার সার্ভিস জানায়, রোববার রাতে খবর পাওয়ার পর একেএকে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ভেতরে কেমিক্যাল, রাবার, টায়ার ও টায়ার তৈরির কাঁচামালের মতো প্রচণ্ড দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে এতো সময় লাগে।

রীতিমতো বেগ পেতে হয়েছে তাদের। নিয়ন্ত্রণে এলেও আগুন পুরোপুরি নির্বাপক করতে সময় লাগবে আরও।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে ফায়ারসার্ভিস। ভেতরে প্রবেশ করা এখনও সম্ভব না হওয়ায় হতাহতের কোনো তথ্য আপাতত তাদের কাছে নেই।

কিন্তু কারখানার বাইরে থাকা অনেকের অভিযোগ, আগুনের ভেতরে আটকা পড়েছে তাদের স্বজন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রোববারে কারখানায় লুটপাট করতে গিয়ে আগুনে আটকা পড়ে কয়েকশ নারী পুরুষ। লুটপাটকারীদের দু'টি পক্ষ হওয়ায় এক পক্ষ কারখানার গেইটে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয়।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর