দেশে এখন
0

এক ঘণ্টার চেষ্টায় ‘ল’ চেম্বারের আগুন নিয়ন্ত্রণে

প্রায় এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর পুরানা পল্টনের একটি ভবনে থাকা ‘ল’ চেম্বারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ (মঙ্গলবার, ৭ জানুয়ারি) সকাল সোয়া ৯টার পর আগুনের সূত্রপাত হয়। সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

সূত্রে জানা যায়, সকালে মানিকগঞ্জ হাউজের দ্বিতীয় তলায় থাকা ‘ল’ চেম্বারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট সেখানে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো ছালেহ উদ্দিন বলেন, ‘১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও ধোয়া রয়েছে। বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন লাগতে পারে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণের পর তা জানা যাবে।’

এএইচ