এশিয়া
বিদেশে এখন
0

ব্যাংককে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৩

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি আবাসিক হোটেলে আগুন লেগে ৩ জনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ আরও ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সময় রোববার রাতে ৬ তলাবিশিষ্ট এম্বার হোটেলের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলেই প্রাণ হারান এক নারীসহ তিন বিদেশি নাগরিক। হোটেলটি ব্যাংককের জনপ্রিয় পর্যটন সড়ক খাও সানে অবস্থিত।

দুর্ঘটনার সময় হোটেলটিতে ৭৫ জন অতিথি ছিলেন। এদের মধ্যে ৩৪ জনকে ছাদ থেকে উদ্ধার করা হয়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। চলতি বছরে ৩ কোটির বেশি পর্যটক এসেছে থাইল্যান্ডে।

এএইচ