পর্যাপ্ত পানি না হওয়ায় এবং রাতের বেলায় বাঁধ খোলায় আতঙ্কিত হওয়ায় সম্ভাবনাসহ সবদিক বিবেচনা করে আগামীকাল সকাল ৮টার দিকে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রে ১৬টি স্পিলওয়ের গেট ৬ ইঞ্চি করে আজ রাত ১০টায় খুলে দেয়ার কথা জানান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ম্যানেজার এটিএম আব্দুজ্জাহের। গত কয়েক দিনের ভারিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণক্ষমতা বা বিপদসীমার কাছাকাছি এসে পৌঁছেছে বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।
বর্তমানে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৯ ফুট। সমুদ্রপৃষ্ট থেকে লেকের পানি ধারণক্ষমতা ১০৮ ফুট। অর্থাৎ বিপৎসীমা ১০৮ ফুট ধরা হয়। যা এখন ১০৭ ফুটের ওপর অবস্থান করছে। এই পানির উচ্চতা ১০৮ ফুট হলেই বাঁধের গেট খুলে দেয়া হবে।
পিডিবি জানিয়েছে, রাত ১০টায় পানির উচ্চতা ১০৮ ফুট হতে পারে। তখনই বাঁধ খুলে দেয়া হবে বলে জানানো হয়। লেকে পানি বাড়ার গতি লক্ষ্য করে তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বাঁধের গেট খুললে কর্ণফুলি নদী তীরবর্তী রাঙামাটি জেলার রাঙ্গুনিয়া ও রাউজানের আশেপাশের অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেজন্য এ বন্যা পরিস্থিতির সার্বিক প্রস্তুতি নেয়ার জন্য এ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে পিডিবি।