দেশে এখন
0

‘পুলিশকে আর লাঠিয়াল হিসেবে ব্যবহার করা যাবে না, কমিশনের নীতিতে পুলিশ চলবে’

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। আর এটা করা যাবে না। পুলিশ বাহিনী তাদের কমিশনের নীতিতেই চলবে। আজ (রোববার, ১১ আগস্ট) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘রাজনীতিবিদরা আমাকে পছন্দ করেন বা না করেন, আমি পরোয়া করিনা। অত্যন্ত পরিস্কারভাবে বলছি, এখন এ দেশে রাজনীতি করা কঠিন হবে। পুলিশকে আপনি লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবেন না। পুলিশ কমিশনের নীতিতে পুলিশ চলবে। আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, এরপর পুলিশ কমিশন সিদ্ধান্ত নেবে কী করবে।’

তিনি বলেন, ‘পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে। পুলিশের হাতে মারণাস্ত্র দেয়া হয়েছে। পুলিশকে এ অস্ত্র দেয়া ঠিক হয় নি। ভবিষ্যতে আর এমন কিছু হবে না।’

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি চেষ্টা করবো, পুলিশের হুকুমদাতা যারা ছিলো তাদের অব্যশই শাস্তি দেয়া হবে। কঠিন শাস্তি। এটা কোনো কথা হতে পারে না, আপনি হুকুম দিয়ে ছেলেপেলে মারবেন, জনগণকে মারবেন আর জনগণ এটা করবে। আবার দেশে আসেন, দেখেন জনগণ কী করে, ছিড়ে ফেলবে এবার।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন বা না করুন- আমি কেয়ার করিনা। এখন এই দেশে রাজনীতি করা কঠিন হবে। পুলিশকে আর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা যাবে না। পুলিশ কমিশনের নির্দেশে পুলিশ চলবে। এই পুলিশ জনগণের পুলিশ।’

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘অন্যায় হয়েছে। যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে। আপনাদের মনে রাখতে হবে পুলিশকে ব্যবহার করেছে কে। তাদেরকে ধরেন। আমি চেষ্টা করবো হুকুমদাতা যারা ছিল তাদের কঠোর বিচারের সম্মুখীন করতে। তাদের শাস্তি পেতে হবে।’

তিনি বলেন, ‘পুলিশকে যারা এভাবে ব্যবহার করেছে সেই হুকুমদাতাদের বের করতে হবে। তাদের উদ্দেশ্য কী জানতে হবে।’

tech