দেশে এখন
0

উচ্চ আদালতে যেভাবে বছরের পর বছর মামলা চলে তা কোনোভাবে কাম্য না: অ্যাটর্নি জেনারেল

যেসব মানুষ দেশকে এগিয়ে নেবেন তাদের নিয়েই সংস্কারের কাজ করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। উচ্চ আদালতে যেভাবে বছরের পর বছর ধরে মামলা চলে তা কোনোভাবে কাম্য নয় বলেও মত দিয়েছেন তিনি।

আজ (রোববার, ১১ আগস্ট) নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণ শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘যেসব মানুষ দেশকে এগিয়ে নেবেন, মানুষের আস্থা অর্জন করতে পারবেন তাদের নিয়ে সংস্কার কাজ করা হবে।’

তিনি বলেন, ‘উচ্চ আদালতে যেভাবে বছরের পর বছর মামলা চলে তা কোনোভাবে কাম্য না, এভাবে বিচার বিভাগ চলতে হয় না।’

নতুন বিচারপতির বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘নতুন প্রধান বিচারপতি অতি দ্রুত সুপ্রিমকোর্টের বিচারকাজ সচল করার উদ্যোগ নিবেন। হাইকোর্ট বিভাগেও সংস্কার হবে। তিনি অসম্ভব মেধাবী ও বিচক্ষণ ব্যক্তি। তার হাত ধরে বিচার বিভাগ এগিয়ে যাবে।’

এর আগে রোববার দুপুরে প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন তিনি। এর আগে গতকাল (শনিবার, ১০ আগস্ট) সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর