সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমার মায়ের কোনো রাজনৈতিক প্রত্যাবর্তন হবে না। তিনি আর কখনো রাজনীতিতে ফিরবেন না।’
তিনি বলেন, ‘তিনি (শেখ হাসিনা) দেশের জন্য অনেক কঠোর পরিশ্রম করেছেন। কিন্তু তারপরও কিছু লোক তার বিরোধী হয়ে উঠেছে।’
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অনুষ্ঠান নিউজ আওয়ারে এসব কথা জানান জয়। এতদিন তিনি শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।
তিনি জানান, তার মা রবিবার (৪ আগস্ট) থেকে পদত্যাগ করার বিষয়ে ভাবছিলেন। সেই সঙ্গে নিজের ও পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে দেশত্যাগ করেছেন।
দেশ শাসনের সময় মায়ের রেকর্ডের বিষয়ে জয় বলেন, ‘তিনি বাংলাদেশের সার্বিক চিত্র ঘুরিয়ে দিয়েছেন। তিনি যখন দেশ শাসনের দায়িত্ব গ্রহণ করেন তখন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হতো। দেশের অর্থনীতি দুর্বল ছিল। আজকে পর্যন্ত এশিয়ার অন্যতম উদীয়মান দেশ হিসেবে বাংলাদেশ বিবেচিত হতো। কিন্তু এখন তিনি খুবই হতাশ।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সরকার কঠোরভাবে দমন করার অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘গতকাল (রবিবার, ৪ আগস্ট) ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যখন সন্ত্রাসীরা মানুষকে হত্যা করছে তখন পুলিশ কী করবে বলে আপনি আশা করছেন?’