দেশে এখন
0

গণভবনে হাজারো জনতা, ঢাকার রাজপথে আনন্দ মিছিল

পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের পর গণভবনে ঢুকে পড়েছে হাজারো জনতা। আন্দোলনরত সর্বস্তরের মানুষ আনন্দ মিছিল নিয়ে প্রবেশ করছেন গণভবনে।

এর আগে গণভবনের সব নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে দেয়া হয়। সব বাধা উপেক্ষা করে বিকেল ৩টার পর আন্দোলনকারীদের মিছিল নিয়ে গণভবনে প্রবেশ করতে দেখা যায়।

তাদের গণভবনের মাঠে হাত উঁচু করে উল্লাস করতে দেখা গেছে। তারা সেখানে স্লোগান দিচ্ছেন।

আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন। এরপরেই গণভবনে সাধারণ মানুষ ঢুকে পড়ে। এ সময় অনেকের হাতে গণভবনে ব্যবহৃত বিভিন্ন জিনিস দেখা যায়।

এছাড়া পুরো রাজধানীজুড়ে মিছিল নিয়ে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। মিরপুর, যাত্রাবাড়ী, শাহবাগ, বাড্ডা, উত্তরা, মিরপুরসহ বিভিন্ন জায়গায় আনন্দ মিছিলের খবর পাওয়া যায়। পরে বেলা দেড়টার দিক থেকে মানুষ রাস্তায় নেমে আসতে শুরু করে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর