আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সাদিক কায়েম। সাদিক কায়েম যখন কথা বলছিলেন, তখন পাশেই দাঁড়িয়ে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এছাড়া হাদির ওপর হামলা ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন যে মন্তব্য দিয়েছেন, সেটি দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার পাশাপাশি শিক্ষার্থীদের অন্য দু'টি দাবি হলো: ৪৮ ঘণ্টার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সারা দেশে চিরুনি অভিযান শুরু করে অবৈধ অস্ত্র উদ্ধার এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অনতিবিলম্বে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে ব্যবস্থা নেওয়া।
আরও পড়ুন:
সাদিক কায়েম বলেন, ‘এ দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’
এর আগে, ডাকসুর ভিপির নেতৃত্বে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করতে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা হন শিক্ষার্থীরা। কিন্তু পুলিশি বাধার মুখে এগোতে না পারায় তারা শিক্ষাভবনের সামনের সড়কে অবস্থান নেন।
এরপর সাদিক কায়েমের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে যান। সেখানে তাদের দাবিগুলো শুনে সেগুলো পূরণের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।





