দেশে এখন
0

চলছে কারফিউ, আজ থেকে তিনদিনের সাধারণ ছুটি

আজ (সোমবার, ৫ আগস্ট) সারাদেশে সাধারণ ছুটি চলছে। এছাড়াও আগামীকাল (মঙ্গলবার, ৬ আগস্ট) ও বুধবার (৭ আগস্ট) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল (রোববার, ৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাহী আদেশে দেয়া ছুটির শর্ত আগের ছুটির মতোই থাকবে। এছাড়াও সারাদেশে অনির্দিষ্টকালের কারফিউ চলছে।

এর আগে কারফিউয়ের কারণে জুলাই মাসে তিন দিন সাধারণ ছুটি ছিল। আর কয়েকদিন সীমিতভাবে সরকারি অফিস চলে। এর মধ্যে গতকাল নির্বাহী আদেশে সোম, মঙ্গল ও বুধবার- তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাহী আদেশে দেয়া ছুটির শর্ত আগের ছুটির মতোই থাকবে।

এই ছুটিতে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে, জরুরি পরিষেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও জরুরি সেবা) এবং এ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আজ থেকে তিন দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এছাড়া এই সময়ে শেয়ারবাজারে লেনদেন হবে না।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের স্বাক্ষর করা পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী, উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালত বা ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর