দেশে এখন
0

শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান ওবায়দুল কাদেরের

শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (শনিবার, ৩ আগস্ট) দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে চলে গেছে তৃতীয় পক্ষের হাতে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের চেষ্টা করছে বিএনপি-জামায়াত। সাধারণ শিক্ষার্থীদের ওপর ভর করে সরকার উৎখাতের চেষ্টা করছে।'

তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশে, সংঘাত হতে পারে এ ধরনের কর্মসূচি এড়িয়ে চলছে আওয়ামী লীগ। সংঘাত এড়াতে আওয়ামী লীগের আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

আগামীকাল (রোববার, ৪ আগস্ট) ঢাকা সিটির সকল ওয়ার্ডের ও সকল জেলায় জমায়েত কর্মসূচির কথাও এসময় জানান ওবায়দুল কাদের।

আগামী সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টায় আওয়ামী লীগের শোক মিছিলের কথাও জানান দলটির সাধারণ সম্পাদক।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর