এর আগে আবু সাঈদের নামে পার্কের মোড়ের নাম আবু সাঈদ চত্বর এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম আবু সাঈদ ফটক হিসেবে ঘোষণা দেন শিক্ষার্থীরা। এবার আবু সাঈদের নামে বাংলা নতুন ফন্ট উন্মুক্ত করা হলো।
আজ (বৃহস্পতিবার, ১ আগস্ট) মাহমুদ হাসান আবীর নামে আবু সাঈদের একজন সহপাঠী ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
আবু সাঈদ বাংলা ফন্টের ডিজাইনার জায়েদ আহসান সাদ ও কোডপত্র ফন্টস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেখা যায়, আবু সাঈদ ফন্টের ‘টাইপ হেয়ার’ এর জায়গায় কিছু লিখলেই নতুন ফন্টে সে লেখা চলে আসছে।
আপাতত ইন্টারফেসে নরমাল এবং ইটালিক ফন্ট দেখা যাচ্ছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বলা হয়, তাদের নিজস্ব সাইট থেকে এই ফন্ট বিনামূল্যে ডাউনলোড করা যাবে। কিন্তু কোনো ওয়েবসাইটে আবু সাঈদ আপলোড বা হোস্ট করা যাবে না।
এদিকে আবু সাঈদের মৃত্যুর ঘটনার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ আগস্ট সোমবার। আজ বিচারপতি খোন্দকার দিলুরুজ্জামানের নেতৃতাধীন তিন সদস্যের তদন্ত কমিশন রংপুর জেলা প্রশাসনকে এ নির্দেশনা দিয়েছে।
তদন্ত কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্তের জন্য আগামী ৪ আগস্ট রংপুর যাবে তদন্ত কমিটি। এর পর ঘটনাস্থল পরিদর্শন ও সাক্ষ্য গ্রহণের কাজ শুরু করবে কমিশন। সাক্ষ্য গ্রহণের জন্য রংপুর সার্কিট হাউজকে বেছে নেয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিশনকে নির্দেশ দেয়ার কথা জানিয়েছেন বিচারপতি খোন্দকার দিলুরুজ্জামান।
এছাড়া আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ১৬ বছর বয়সী কিশোরের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ দুপুরে শিশু আদালত-১ এর বিচারক মোস্তফা কামাল শুনানি শেষে এ জামিন আদেশ দেন। তবে তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়নি। জন্মসনদ অনুযায়ী ওই কলেজছাত্রের বয়স ১৬ বছর ১০ মাস, তবে মামলায় তার বয়স উল্লেখ করেছে ১৯ বছর।
উল্লেখ্য, গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহত হন আবু সাঈদ।