দেশে এখন
0

বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই দেশব্যাপী তাণ্ডব চালানো হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত ও শিবির দেশের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে। আজ (শুক্রবার, ২৬ জুলাই) সকালে দুষ্কৃতিকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত- রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের ব্যবহার করে যারা নাশকতা চালিয়েছে, তাদের ধরতে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, ‘প্রবাসীদের বিভ্রান্ত করে দেশের ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল পাঁয়তারা করছে।’

টেলিভিশনের যুগে সোনালী অতীতের স্মৃতি বাংলাদেশ টেলিভিশন। অনেকের শৈশব কেটেছে বিটিভির পর্দা দেখে। ৫৯ বছরের ঐতিহ্যবাহী সেই স্মৃতির পাতার স্পষ্ট নাম বিটিভি এখন পরিণত হয়েছে ধ্বংসযজ্ঞ।

সকালে বিটিভি পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সরকার কখনই আন্দোলনের বিপক্ষে ছিল না। যারা শিক্ষার্থীদের ব্যবহার করে সহিংসতা করেছে।’ তাদের ধরতে জনগণের সহযোগিতা চাইলেন সরকারপ্রধান।

তিনি বলেন, ‘যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে খুঁজে বের করুন ও শাস্তির আওতায় আনতে সহযোগিতা করুন। দেশবাসীর কাছে আমি সেই আহ্বান জানাই।’

এ সময় কোটা ইস্যুতে দেশের বাইরে আন্দোলন করে সে দেশের পুলিশের কাছে আটক হওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি জানান, দেশের ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল পাঁয়তারা করছে।

সরকারপ্রধান বলেন, 'তারা গালি দিচ্ছে। দেশবিরোধী স্লোগান দিচ্ছে। তারা মিছিল করছে। ওই দেশে (আরব আমিরাত) আইন আছে কেউ মিছিল মিটিং করতে পারে না। কিন্তু তাদেরকে উসকে দেয়া হয়েছিল। শুধু নিজেদের চাকরি হারালো তা না সেখানে যে বাঙালিরা কাজ করে খায় তাদের মুখ কোথায় গেল। আর ভবিষ্যতে সেই দেশ আর লোক নেবে কিনা জানি না।'

মানুষের জীবনমান উন্নত করতে যেসব প্রতিষ্ঠান কাজ করে, যেখানে মানুষের কর্মসংস্থান হয় সেখানে এমন হামলা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, 'আমার একটা কথা নিয়ে তারা প্রতিবাদ করলো। আমি তো তাদেরকে রাজাকার বলিনি। আমরা একটা কথার বিকৃতি করা হয়েছে। সবাই পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে এখানে চান্স পায়। যারা বিটিভি ভবনে আগুন দিয়েছে তারা কি এখান থেকে সুফল ভোগ করে নি?'

বক্তব্যে সবাইকে এক সাথে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর