দেশে এখন
0

দিনভর সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে তিন শিক্ষার্থীসহ ৬ জনের মৃত্যু

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে আজ (মঙ্গলবার, ১৬ জুলাই) সারাদেশে পৃথক সংঘর্ষে তিন শিক্ষার্থীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে তিনজন ও ঢাকায় দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া রংপুরে আরো একজনের মৃত্যু হয়েছে সংঘর্ষে। রাত ৮টা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।

কোটা সংস্কারের দাবিতে আজ দিনভর সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিকেলে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলাকালে থেমে থেমে ঘটে ককটেল বিস্ফোরণ। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। পুলিশ দু’পক্ষের মাঝে অবস্থান নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

তিনটার দিকে মুরাদপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণও ঘটানো হয়। সংঘর্ষে তিনজন প্রাণ হারান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনের মরদেহ এসেছে বলে তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত তিনজনের মধ্যে রয়েছেন চট্টগ্রাম কলেজের সমাজতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ওয়াসিম আকরাম, এমইএস কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত ও পথচারী মো. ফারুক। 

এছাড়া অন্তত ৪০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সারাদিন উত্তপ্ত ছিল রাজধানীর বিভিন্ন পয়েন্ট। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সাইন্সল্যাব, মহাখালীতে সৃষ্টি হয় রণক্ষেত্র।

বিকেলে ঢাকা কলেজের বিপরীত পাশে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি। বিকেলে গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি থেকে সংঘর্ষে নিহত আরো একজনের মরদেহ নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার আনুমানিক বয়স ২৩/২৪ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বিকাল দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, দুপুর ২টায় শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে নিহত ওই শিক্ষার্থীর নাম আবু সাঈদ, সে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচে অধ্যায়নরত ছিল। তার সহপাঠীরা জানিয়েছে, আবু সাঈদ ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি রংপুর পীরগঞ্জ উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের অন্যতম সমন্বয়ক ছিলেন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিহতের পরিচয় নিশ্চিত করেছেন।


ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর