দেশে এখন
0

রাজধানীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবরোধের কারণে রাজধানীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ (বুধবার, ১০ জুলাই) সারাদেশে এক দফা দাবিতে সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি পালন করছেন কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামা আন্দোলনকারীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে রেললাইন অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। যার প্রভাবে ঢাকার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ আছে। যাত্রাপথে আটকে আছে অনেক ট্রেন।

আজ দুপুর ২টা থেকে রাজধানীর কারওয়ান বাজার রেলগেট অবরোধ করে রেখেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপরই সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এর আগে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর আগামী এক মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগ। যদিও এই রায়ে অসন্তোষ প্রকাশ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

এসএস